খাগড়াছড়িতে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

NewsDetails_01

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

আজ বুধবার দুপুর ১২ টায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ.এম প্রফুল্ল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সাংবাদিক ইউয়িনের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান।

NewsDetails_03

বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। আগামী বৃহস্পতিবারের মধ্যে রোজিনা ইসলামকে মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচির হুশিঁয়ারী দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য চুরি অভিযোগ তুলে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়। গতকাল আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে। এ ঘটনায় রাজধানী ঢাকা সহ সারাদেশে ক্ষোভ প্রকাশ করছেন পেশাজীবী সাংবাদিকরা।

আরও পড়ুন