খাগড়াছড়ি ট্রাফিক বিভাগের উদ্যোগে সড়ক নিরাপত্তামূলক কর্মসূচি

NewsDetails_01

খাগড়াছড়িতে সড়ক পরিবহন আইন ও নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতা এবং উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার (৬ জানুয়ারি) সকালে শাপলা চত্বরে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

NewsDetails_03

খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ কর্মসূচিতে উপস্থিত থেকে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তামূলক লিফলেট বিতরণ করেন।

সড়ক পরিবহন আইন মেনে চলার অনুরোধ জানিয়ে পুলিশ সুপার বলেন, পর্যটকসহ খাগড়াছড়ির বিভিন্ন সড়কে চলাচল করা পরিবহনের চালক ও যাত্রীরা যদি আইন ও সড়ক নির্দেশিকা অনুসরণ করেন তবে অনেক দুর্ঘটনা কমে আসবে। সড়কে শৃঙ্খলা আনতে আইনের প্রয়োগের পাশাপাশি ব্যক্তি সচেতনতাও বৃদ্ধি প্রয়োজন।

এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, ট্রাফিক বিভাগের পরিদর্শক সুপ্রিয় দেব, ট্রাফিক সার্জেন্ট তরুণ দাশ ও মো. ফারুক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন