রামগড় স্থলবন্দর নির্মাণ এলাকায় জাইকা’র প্রতিনিধি দলের পরিদর্শন

NewsDetails_01

বাংলাদেশের খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় ও ভারতের ত্রিপুরার সাথে স্থলবন্দর চালুর লক্ষে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছে জাইকা’র প্রতিনিধি দল।

আজ বুধবার (৬ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ির রামগড়ের ফেনী নদীর ওপর নির্মাণাধীন ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ১ ও স্থলবন্দরের সাথে সংযুক্ত এক্সেল লোড কন্ট্রোল স্টেশনসহ বিভিন্ন সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দলের সাথে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইনপ্রুভমেন্ট প্রজেক্ট বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

পরিদর্শন দলের সদস্যরা সেতুর নির্মাণকাজ সহ অন্যান্য স্থাপনার কাজ সুষ্ঠু ভাবে হচ্ছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিনিধি দলে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইনপ্রুভমেন্ট প্রজেক্ট বাংলাদেশের সমন্বয়ক ইউহু হেয়াখাওয়া ও প্রজেক্ট পরামর্শক মাসাটোমা টোইওড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রামের প্রথম স্থলবন্দর হতে যাচ্ছে রামগড় স্থলবন্দর। এটি চালু হলে দু’দেশের অর্থনৈতিক ও পর্যটন খাত বিকশিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন