চন্দ্রঘোনা মিশন এলাকায় অন্নকুট মহোৎসব অনুষ্ঠিত

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশন এলাকায় শ্রীশ্রী গৌর নিতাই নামহট্র কেন্দ্রের আয়োজনে শত শত ভক্তের সমাগমে চন্দ্রঘোনা মিশন এলাকার খিয়াং পাড়া নাম হট্র মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো শ্রীশ্রী গিরিগোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব। এই উপলক্ষে আজ শনিবার সকাল হতে শুভ মঙ্গল আরতি, গুরু পুজা, শ্রীমদ্ভাগবত পাঠ, হরিনাম সংকীর্ত্তন, শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধনের রাজ ভোগ দর্শন এবং শ্রীশ্রী গিরিগোবর্ধন ও অন্নকুট তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসকন চট্টগ্রামের বিভাগীয় সম্পাদক ও শ্রীশ্রী পুন্ডরীক ধাম হাটহাজারীর অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আলোচনা সভায় সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান।

NewsDetails_03

শ্রীশ্রী গৌর নিতাই নামহট্র সংঘের সাধারণ সম্পাদক পালক মাধব দাস এবং অকিঞ্চন প্রভুর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, কেপিএম লিমিটেডের জিএম প্রকৌশলী স্বপন কুমার সরকার, পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাবুল কান্তি দে, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল দাশ, কদমতলী চন্দ্রঘোনা ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন দাশ, শ্রীশ্রী নামহট্র উত্তর চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক রামানন্দ গোবিন্দ দাস।

অনুষ্ঠানে চন্দ্রঘোনা নাম হট্র সংঘের সম্পাদক অমল হরি গৌর দাস, শুদ্ধ সাগর দাস, সনাতন অদ্বৈত গৌর দাস, রুপানুগ মাধব দাস প্রভুসহ বিভিন্ন ইসকন মন্দির হতে আগত প্রভু এবং শত শত ভক্ত উপস্থিত ছিলেন।

আরও পড়ুন