দীঘিনালায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

NewsDetails_01

করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সরকারী নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে দোকানপাট খোলা, মাস্ক পরিধান না করা, মোটর সাইকেল চালকদের হেলমেট না থাকা ও পরিবহনে অতিরিক্ত যাত্রী উঠানো বন্ধ করতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালায় ২২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ। এ সময় তার সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

NewsDetails_03

অভিযানকালে সড়ক পরিবহন ও সংক্রমণ প্রতিরোধ আইন না মানায় ২২জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তিনি মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে সাধারন জনগনের মাঝে মাস্ক বিতরন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ বলেন, দেশে আবারও করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রতিদিনই আক্রান্ত আর মৃত্যুর সংখা আশঙ্কাজনক হারে বাড়ছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা একান্ত প্রয়োজন, এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন