পাহাড়ের ফুল বিজু উৎসব

NewsDetails_01

ফুল বিজু পাহাড়ের একটি প্রাচীন প্রথা । বৈসাবির সূচনা পর্বে থাকে ফুলবিজু । ফুল বিজুতে নদীর জলে দেবী গঙ্গা ও সিবলী বুদ্ধের উদ্দেশ্যে ফুল ভাসানো হয়। ফুল বিজু নতুন বছরকে বরণ করার একটি আয়োজন। চৈত্র শেষে পুরাতন বছরকে বিদায় জানাতে ফুল বিজু পালন করা হয়।

ফুল বিজু মূলত চাকমাদের উৎসব হলেও, সকলের অংশগ্রহণে তা সার্বজনীন রূপ নেয়। আদিবাসী গোষ্ঠীদের গ্রাম গুলো সেজে ওঠে নতুন সাজে। পাহাড় যেন মেতে ওঠে পুরাতন বছরের অপ্রাপ্তি ভুলে নতুন বছরকে বরণ করার প্রস্তুুতিতে। বৈসাবির আমেজ ছড়িয়ে পড়ে পাহাড়ের প্রতিটি কোণায়।

NewsDetails_03

ফুল বিজুতে সবাই মিলে নদীতে ফুল ভাসাতে যায়। নদীতে ভাসানো হয় বিভিন্ন রকমের পাহাড়ি ফুল। বন থেকে সংগ্রহ করা বিজু ফুল ছাড়াও জবা, রঙ্গন, অলকানন্দা, নিম পাতা, মাধবীলতা ও বিভিন্ন বাহারী ফুল কলাপাতায় করে নদীতে ভাসানো হয়। পাশাপাশি মোমবাতি ও জ্বালানো হয়।

পাহাড়িরা বিশ্বাস করে, ফুল বিজুতে নদীতে ফুল ভাসালে দেবী গঙ্গা নতুন বছরে মঙ্গল করে। তাই পাহাড়ি সম্প্রদায় অনেক প্রত্যাশা নিয়ে ফুল বিজু পালন করে। পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়ে।

আরও পড়ুন