প্রতীক পে‌য়েই প্রচারে দীপংকর তালুকদার

NewsDetails_01

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামা‌টি জেলার একমাত্র আসন থেকে নির্বাচনে লড়বেন ৩ জন প্রার্থী। তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরম‌ধ্যে নৌকা প্রতীক পে‌য়েই নির্বাচনী প‌রিচালনা অ‌ফিস উদ্বোধ‌নের মধ্য দি‌য়ে প্রচা‌রে নে‌মে প‌ড়ে‌ছেন আওয়ামী লীগ মনো‌নিত প্রার্থী দীপংকর তালুকদার।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হো‌সেন খান রাঙামা‌টি ২৯৯ আস‌নের প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেন।

NewsDetails_03

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙামা‌টি ২৯৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার (নৌকা), তৃণমূল বিএনপির প্রার্থী মিজানুর রহমান (সোনালী আঁশ), বাংলা‌দেশ সাংস্কৃ‌তিক মু‌ক্তি‌জোট অমর কুমার দে (ছ‌ড়ি) প্রতীক পেয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামা‌টি ২৯৯ আসনে নারী-পুরুষ উভয় মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন।এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৯৪৪ এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন।

এদি‌কে সোমবার বি‌কে‌লে রাঙামা‌টির তবলছ‌ড়ি ৪নং ওয়া‌র্ড এলাকায় নির্বাচন প‌রিচালনা অ‌ফিস উদ্বোধ‌নের মধ্য দি‌য়ে প্রচারনা শুরু ক‌রে‌ছেন আওয়ামী লীগ ম‌নো‌নিত প্রার্থী দীপংকর তালুকদার।

আরও পড়ুন