প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন খেমারী মারমা

স্বামীর নির্যাতন

NewsDetails_01

স্বামী উজ্জল মারমার অমানসিক নির্যাতন, প্রাণনাশের হুমকি প্রতিবাদ ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্যাযিতা স্ত্রী খেমারি মারমা। তিনি অবিলম্বে অপরাধী স্বামী উজ্জল মারমার গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

আজ বুধবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদা সম্মেলনে এই দাবী জানান, খেমারি৷
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পৈত্রিক সম্পত্তি লিখে দেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করেন। অন্যথায় তাকে হত্যার হুমকি দেন। রাস্তায় বের হলে স্বামী পক্ষের লোকজন বিভিন্ন ভাবে হুমকি দিয়ে থাকেন। যার ফলে পরিবারের লোকজন নিয়ে আতংকে আছে খেমারি ও তার পরিবার।

NewsDetails_03

এ বিষয়ে প্রতিকার চেয়ে আদালতে মামলা করার পরও তাকে গ্রেপ্তার না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় তার বাবা সাংবাদিক চাইথোয়াই মারমা, মাতা চামেলী মারমাসহ পরিবারের সদস্য ও কয়েকজন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন