বাঘাইছড়িতে বসতঘর পুড়ে নিঃস্ব বিধবা নারী

NewsDetails_01

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় এফব্লক ৭নং পৌর এলাকায় পূর্ব পাড়া গ্রামে বিধবা নারী শাহেদা বেগমের (৪৫) বসতবাড়ি পূড়ে ছাই হয়ে গেছে, এতে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করেন তিনি,

আজ মঙ্গলবার সকাল ১১ টায় এই দুর্ঘটনা ঘটে, আগুন জ্বলতে দেখে আশেপাশে কয়েক জন মহিলা চিৎকার শুরু করে,তখন গ্রামের লোকজন ছুটে আসে।

NewsDetails_03

খবর শুনে কাউন্সিল পারবেজ আলী ও এলাকার জনসাধারণের সহযোগিতা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে মালামালসহ বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

কাউন্সিল পারবেজ আলী ও স্থানীয়রা জানায়, বিধবা শাহেদা বেগম ঘরে একাই থাকতেন স্বামী মৃত্যুর পর ছেলে মেয়ে রা বিধবা মাকে ফেলে চলে যায়, কাজের খুঁজে বিধবা মহিলা সকালে বাড়ি থেকে বেড়িয়ে পড়ে, তবে আগুনের সূত্রপাত অজ্ঞাত থেকে যায়।

এলাকার জনসাধারণের একটাই দাবি বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিসের খুব প্রয়োজন, ফায়ার সার্ভিস থাকলে আজ এরকম কোন বসত ঘর, দোকান পার্ট, পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া থেকে অনেকটা রক্ষা পেতো।

আরও পড়ুন