জলকেলিতে সিক্ত বান্দরবানের মারমা সম্প্রদায়

উৎসবের ২য় দিন

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলার মারমা সম্প্রদায় ২য় দিনে তাদের নববর্ষ বরণ উৎসব “সাংগ্রাই” এর জলকেলীতে মেতে উঠেছে।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে শহরের রাজার মাঠে জলকেলিতে মেতে উঠে তারা। এসময় মঙ্গল জল ছিঁটিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মৈত্রী পানি বর্ষণ উৎসবের শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

NewsDetails_03

এসময় আরো উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের সভাপতি মং মং সিং, সহ সভাপতি পু লু প্রু, সাধারণ সম্পাদক উ ক্য সিং সহ সরকারী বেসরকারী বিভিন্ন কর্মকর্তা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের তরুণ-তরুণী এবং নারী-পুরুষেরা। মারমা সম্প্রদায়দের এই জলকেলি উৎসব পাহাড়ী-বাঙ্গালির মিলন মেলায় পরিনত হয়। দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসে শত শত পর্যটক।

আজ মঙ্গলবার ১৬ এপ্রিল রাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী ক্রীড়ানুষ্ঠান ও জলকেলি উৎসবের মাধ্যমে শেষ হয় ৪দিনব্যাপী মারমা সম্প্রদায়ের সাংগ্রাই অনুষ্ঠান।

আরও পড়ুন