জল‌কেলিতে সাঙ্গ হ‌লো পাহাড়ের উৎসব

NewsDetails_01

জল উৎস‌বের ব‌র্ণিল আ‌য়োজ‌নের মধ্য দি‌য়ে সাঙ্গ হ‌লো গত ক‌য়েক‌দিন ধ‌রে চলা পাহা‌ড়ের বর্ষবরণ ও বিদা‌য়ের উৎসব। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাঙামা‌টি চিংহ্লা মং মারি স্টেডিয়ামে মারমা সংস্কৃতি সংস্থা মাসস দিনব্যাপী সাংগ্রাই বা জলউৎসবের আ‌য়োজন করা হয়।

অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। গেস্ট অব অর্নার ছিলেন অর্থ মন্ত্রনাল‌য়ের প্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি।

রাঙামা‌টি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও মারমা সংস্কৃতি সংস্থার(মাসস) সভাপতি অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

NewsDetails_03

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) মো: হারুনুর রশীদ, রাঙামা‌টি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো: আনোয়ার লতিফ খান, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ।

এদিন সাংগ্রাই জল উৎসব‌কে ঘি‌রে সকাল থে‌কে দুর দুরান্ত থে‌কে মারমা সম্প্রদায় ছাড়া বি‌ভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠী রাঙামা‌টি মারী স্টে‌ডিয়া‌মে ভিড় জমান। এছাড়াও বাঙ্গালী জন‌গোষ্ঠী এ অনুষ্ঠা‌নে যোগ দেন।

সাংগ্রাই জল উৎসবে মারমা সম্প্রদায়ের যুবক-যুবতী তাদের ঐতিহ্যর পোশাক পড়ে জলকেলিতে মেতে উঠেন এবং মারমা গানের মাধ্যমে পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয়। মারমা সম্প্রদায় এ জল উৎসব পালন করার মূল অর্থ হলো এক অপরের প্রতি পানি ছিটিয়ে পুরোনো বছরের সব দুঃখ, কষ্ট, গ্লানি, ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে বরণ করা।

আরও পড়ুন