বাঘাইছড়িতে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে অভিযান

NewsDetails_01

আসন্ন মাহে রমজান উপলক্ষে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বাজারমূল্য স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের গঠিত বাজার মনিটরিং কমিটির আওতায় উপজেলা, চৌমহনী বাজারে এ অভিযান চালানো হয়।

NewsDetails_03

এ সময় তিনটি দোকানে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা ও সকল ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ও সহকারী ভুমি কমিশনার মাহফুজর রহমান, অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ উপস্থিতি তে জানান, রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজার দর ঠিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এছাড়াও, দোকানে পণ্যের নির্ধারিত মূল্য তালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পন্য বিক্রি করা হচ্ছে এসব বিষয় দেখা হয়েছে, প্রাথমিকভাবে জরিমানা নয়, সতর্ক করে দেয়া হচ্ছে। এর ব্যত্যয় ঘটলে আর্থিক জরিমানা প্রয়োগ করা হবে। ভোক্তারা যাতে বাজারে স্বস্তির সাথে পন্য কিনতে পারেন এ বিষয়ে নজরে রেখে এ ধরণের অভিযান চলমান রাখা হবে।

আরও পড়ুন