বান্দরবানে জেলা প্রশাসককে বিএনপির দুই গ্রুপের স্মারকলিপি প্রদান

NewsDetails_01

বান্দরবানে জেলা প্রশাসককে বিএনপির স্মারকলিপি প্রদান করছে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা
আসন্ন্ জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ সরকারে অধীনে সকলের নিকট গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্টভাবে অনুষ্ঠানের জন্য বান্দরবানে বিএনপির দুই গ্রুপ পৃথক পৃথক ভাবে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে।
আজ বুধবার সকাল ১১টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং ও সাধারণ সম্পাদক মো: জাবেদ রেজার নেতৃত্বে বিএনপির একটি দল জেলা প্রশাসক মো:দাউদুল ইসলামের সাথে সাক্ষাৎ করে এই স্মারকলিপি প্রদান করেন। এসময় বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ,জাতীয় সংসদ বাতিল করা ,সরকারের পদত্যাগ ও সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্টা করাসহ সর্বমোট ৭ টি দাবী স্মারকলিপির মাধ্যমে জানানো হয়।
এসময় বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:জসিম উদ্দিন,মংশৈ ম্রাই,পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক জাফর উল্লাহ,বিএনপি নেতা আবিদুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি মো:সরোয়ার, যুবদলের সাধারণ সম্পাদক শিমুল দাশসহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে একই দাবিতে বিএনপির অপর গ্রুপ সকাল ১২টায় জেলা প্রশাসকের সাথে দেখা করে এবং স্মারকলিপি প্রদান করে, স্মারকলিপিতে তারা ও একই দাবী উপস্থাপন করে। এসময়, সাচিং প্রু জেরী, অধ্যাপক ওসমান গণি, আব্দুল মাবুদসহ অন্তত ১০জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন