বান্দরবানে বাস টার্মিনাল টানেল এর উদ্বোধন

NewsDetails_01

বান্দরবান শহরের নির্মিত ৫০০ ফুট আধুনিক বাস টার্মিনাল টানেল এর শুভ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই টানেলটি। টানেল এর উদ্বোধনের ফলে বর্তমান বাসস্ট্যান্ড এলাকায় যানজট কমে আসবে এবং কাটা পাহাড় এলাকাটিতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধের শঙ্কা অনেকটাই কমে যাবে।

NewsDetails_03

শুক্রবার ২৭শে অক্টোবর সকালে বান্দরবান বাস স্টেশন এলাকায় টানেল এর উদ্বোধন কালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বাস-স্টেশনের এই সড়কের দুই পাশেই পাহাড়, প্রতি বছর বর্ষায় পাহাড় ধসে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়, টানেল নির্মাণের ফলে চারপাশে থেকে যেমন পাহাড় ধসে ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে, পাশাপাশি পর্যটন নগরী বান্দরবান আগত পর্যটকদের যাতায়াতে ভোগান্তি কমে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, পৌর মেয়র মোঃ সামসুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী, জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রসঙ্গত,২০১৮-১৯ অর্থবছরে কাজটি শুরু হয়েও দুই দফায় অর্থ বরাদ্দের পর ২০২০ সালের জুন মাসের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা থাকলে ৩য় দফায় অর্থ বরাদ্দের পর নির্মাণ কাজ শেষ হয় চলতিবছর।

আরও পড়ুন