বান্দরবানে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

NewsDetails_01

বান্দরবানে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথিরা
সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। আজ শনিবার বিকেলে শহরের জেলা জর্জ কোর্ট সংলগ্ন এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাধারন সম্পাদক মো.জাবেদ রেজা,সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন তুষার,সদর উপজেলা সভাপতি সরওয়ার জামান,জেলা যুবদলের সভাপতি হারুনুর রশিদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতা আবিদুর রহমান জুয়েল,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক চনুমং সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, দেশ আজ এক সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে সময় পার করছে। দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি ও অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। এর আগে, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের জেলা জর্জ কোর্ট সংলগ্ন এলাকার থেকে শোভাযাত্রা বের করতে গেলে পুলিশে বাঁধা সম্মুখীন হয়।
বান্দরবান জেলা বিএনপির অপর গ্রুপ সাচিং প্রু’র জেরীর নেতৃত্বে, আজ বিকেলে জেলা শহরের চৌধুরী মার্কেটস্থ দলীয় কার্যালয়ে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ আব্দুল মাবুদ,মুজিবুর রশিদ,নেতা জাহাঙ্গির আলমসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুন