বান্দরবান পৌর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে গাড়ী উদ্বোধন

NewsDetails_01

বান্দরবান পৌরসভার বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরো বৃদ্ধি করে ময়লা-আর্বজনা দ্রুত অপসারণের লক্ষ্যে ৪টি আধুনিক মানের থ্রী হুইলার গাড়ীর উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (০৭ অক্টোবর) সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন এই গাড়ীগুলোর উদ্বোধন করেন।

NewsDetails_03

পরে পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে পৌর মেয়র মো. সামসুল ইসলাম এর সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ৬৯ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, জোন কমান্ডার লে: কর্ণেল মাহামুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, পৌর কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

এর আগে বান্দরবানের রাজার মাঠ এলাকায় বান্দরবান পৌরসভায় বাস্তবায়নাধীন ৫ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে প্রধান সড়কের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে স্ট্রীট লাইটসহ বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন