বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা : মাটিরাঙ্গায় আওয়ামী লীগ থেকে ২ জনকে অব্যাহতি

NewsDetails_01

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্বে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা করায় তবলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.জামাল উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইসমাইল হোসেন কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

NewsDetails_03

আজ শনিবার(৩০ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খান এবং সাধারণ সম্পাদক সুবাস চাকমা।

দলীয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে নুর মোহাম্মদ চুড়ান্ত মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেনেও দলের সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা অবস্থায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর দায়ে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী তবলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে জামাল উদ্দিন ও ইসমাইল হোসেন কে অব্যাহতি ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কারের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি প্রেরণ করা হয়।

আরও পড়ুন