মাটিরাঙ্গায় মুক্তিযুদ্ধা হত্যা দিবস পালন করেছে আওয়ামী লীগ

NewsDetails_01

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার ৭ নভেম্বর বিকালের দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবাহান প্রমুখ বক্তব্য দেন।

NewsDetails_03

বক্তারা বলেন, জিয়াউর রহমান তার ক্ষমতা কুক্ষিগত করতে পচাঁত্তরের ৭ নভেম্বর সেনাবাহিনীতে গণহত্যা চালানো হয়েছিল। এই দিনটিতে কথিত বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন গণহত্যাকে সমর্থন করার সামিল। প্রকৃতপক্ষে ৭ নভেম্বর হলো মুক্তিযোদ্ধা হত্যা দিবস। বিএনপির জন্মই মিলেটারি হত্যার মধ্য দিয়ে। বিএনপি এখন নিজেদের পাপ ঢাকতেই ৭ নভেম্বর গণঅভ্যূত্থান দিবস বলছে।

অনুষ্ঠানে, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন