রাঙামাটিতে অগ্নিকান্ডে ২০ দোকান ও ৫ বসতঘর পুড়ে ছাই

NewsDetails_01

রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে আগুন লেগে ২০টি দোকান ও ৫ বসতঘর ভস্মীভূত হয়েছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত তিনটার দিকে বাইট্টাপাড়া বাজারের একটি ফার্নিচার দোকানে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাকি দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে লংগদু ফায়ার সার্ভিস, লংগদু সেনা জোন ও লংগদু থানা পুলিশ এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ২০টি দোকান ও ৫টি বসতঘর আগুনে পুড়ে যায়।

NewsDetails_03

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ধারণা, বাজারে প্রায় রাত করে মাদকসেবীদের আড্ডা বসে, তাদের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

লংগদু থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, সোমবার দিবাগত রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে সহযোগিতা করে। কীভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন