রাঙামাটিতে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

NewsDetails_01

শিক্ষা সম্প্রীতি প্রগতির ঐকতানে সাফল্যের অগ্রযাত্রার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উদযাপন করেছে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ।

NewsDetails_03

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে দিবসটি উদযাপন করেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মীর সোহান।
এসময় উপস্থিত ছিলেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীরাসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

পার্বত্য চট্টগ্রামের অন্যতম সেরা এ বিদ্যাপীঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মীর সোহান সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে জানান, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের গৌরবোজ্জ্বল সাফল্য অটুট রেখে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটিকে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সুশৃঙ্খল, সময়নিষ্ঠ, কর্তব্যপরায়ণ, আদর্শ মানবিক গুণসম্পন্ন যোগ্য নাগরিক হিসেবে আমাদের সন্তানরা গড়ে উঠুক এটাই হোক আমাদের অঙ্গীকার।

আরও পড়ুন