রোয়াংছড়িতে ওসি, কলেজ অধ্যক্ষসহ ১৪ জন করোনায় আক্রান্ত

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত বুধবার (১ জুলাই) কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার রিপোর্ট প্রকাশের পর তারা করোনা পজেটিভ সনাক্ত হয়। বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অং সুই প্রু মার্মা এ তথ্য জানান।

গত (২৯ জুন) ৪টি নমুনা পরীক্ষায় ২জনের করোনা শনাক্ত হয়। বর্তমানে রোয়াংছড়ি উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ জন।

NewsDetails_03

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত বুধবার রাতে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদ কবিরসহ আরো ২জন করোনা শনাক্ত হয়েছে। ইতিপূর্বে রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিংসহ ১২জন সনাক্ত হয়ে ছিলেন। তবে এর মধ্যে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকীরা প্রাতিষ্ঠানিক ও বাসায় আইসোলেশনে রয়েছে। এ নিয়ে রোয়াাংছড়িতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এলাকার আতংক বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মংহ্লাপ্রু মার্মা বলেন,বুধবার আরো ২ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে পুলিশ কর্মকর্তাও রয়েছে। এ নিয়ে রোয়াংছড়িতে আক্রান্তের সংখ্যা ১৪জন।

তিনি বলেন, করোনা সংক্রমনের হার দিন দিন বাড়ছে, তাই সকলকে সচেতন হতে হবে। কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন