রোয়াংছড়িতে সেলাই মেশিন ও স্কুল ব্যাগ বিতরণ

NewsDetails_01

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় লোকেল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় আলেক্ষ্যং ইউনিয়নে গিলাফুল লাইব্রেরী মিলনায়তনে দু:স্থ নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও এলাকায় মশার প্রভাব মুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের ফগার মেশিন বিতরণ করা হয়েছে।

NewsDetails_03

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্যাহ আল জাবেদ। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্যাহ আল জাবেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, সহকারি কমিশনার (ভূমি) মিসকাতুল তামান্না,পল্লী সঞ্চয় ব্যাংক সমন্বয়ক সুফল চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: কামাল হোসেন, ১নং ওয়ার্ড ইউপি মেম্বার চসিংনু মারমা, মেম্বার ভারতসেন তঞ্চঙ্গ্যা, যুদ্ধসেন তঞ্চঙ্গ্যা, বান্দরবান ডিষ্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) এলজিএসপি-৩, রিটেন তালুকদার, ইউপি সচিব লিটন পাল প্রমুখ।

আরও পড়ুন