রোয়াংছড়িতে ৮ হাজার টাকা জরিমানা আদায়

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী ও বিভিন্ন মালামাল রাখার দায়ের ৪ দোকানদারকে জরিমানা করেছেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্ল্যাহ আল জাবেদ।

NewsDetails_03

আজ রোববার (৬ জুন) সকালে অভিযানের সময় মেয়াদ উত্তীর্ণ মালামাল ধ্বংশ করে দেওয়া হয়। দোকাদারা হলেন, ডিলার সুখেন্দু বিকাশ কর্মকার ৫ হাজার, পাইকারি ও খুচরা ব্যবসায়ী মেলন বড়ুয়া ১ হাজার, অপর্ণ স্টোর ১ হাজার, মো: লোকমান ১ হাজার।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা বলেন, এসব মেয়াদ উত্তীর্ণ কোন মালামাল দোকানের রাখা যাবে না। এর পাশাপাশি অতিরিক্ত দামে কোন পণ্য বিক্রি করা যাবে না। হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখতে হবে। সরকারি আদেশ ও আইন অমান্যকারিদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন