লামায় দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু

NewsDetails_01

তৃণমূল পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে এবার বান্দরবান জেলার লামা উপজেলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী সাহিত্য মেলা। বাংলা একাডেমি ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় টাউন হলে মেলার উদ্ভোধনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল উপজেলা প্রশাসন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সাহিত্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।

NewsDetails_03

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, কবি মহি উদ্দিন চৌধুরী ও মুহাম্মদ এমরান, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আহমেদ ইমতিয়াজ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক মং নু চিং মার্মা মেলায় প্রধান বক্তা ছিলেন। মেলায় কোয়ান্টাম ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন, মা মনি লাইব্রেরী, মালঞ্চ লাইব্রেরী, বিএম লাইব্রেরী, মোহাম্মদীয়া লাইব্রেরী, ফেমাস লাইব্রেরী, পরিসংখ্যান অফিসের স্টল স্থান পায়। এতে প্রবন্ধের উপর আলোচনা করেন, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তমিজ উদ্দিন। উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরা মেলায় অংশ গ্রহণ করেন।

মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে কবি, সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে উপজেলা পর্যায়ে সাহিত্য সম্মেলন আয়োজনের নির্দেশনা প্রদান করেছেন। এ নির্দেশনার আলোকে সারা দেশের মত লামা উপজেলায়ও সাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। আশা করি এ মেলার মাধ্যমে অনেক অবহেলিত কবি সাহিত্যিক উঠে আসবে।

আরও পড়ুন