সাবেক পার্বত্য মন্ত্রী কল্পরঞ্জন চাকমা আর নেই

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কল্পরঞ্জন চাকমা মারা গেছেন ।

বৃহস্পতিবার দুপুর ১২ টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর । পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এর একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।

একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী আরো জানান, শতবর্ষী কল্পরঞ্জন চাকমা বার্ধক্যজনিত কারণে এবং ডান পায়ে চোট নিয়ে রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ।

NewsDetails_03

তিনি জানান, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তির পর ১৯৯৮ সালের ৬ মে স্থানীয় সরকার পরিষদ আইন সংশোধন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন সংসদে পাস হয়। ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান কল্পরঞ্জন চাকমা।

এছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও টানা দুই বারের নির্বাচিত সংসদ সদস্য কল্পরঞ্জন চাকমা।

এদিকে, মন্ত্রী কল্পরঞ্জন চাকমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা ।

আরও পড়ুন