সোমবার খ্যং ওয়াহ্ ক্যাং এ কঠিন চীবর দানোৎসব

NewsDetails_01

বান্দরবানের খ্যং ওয়াহ্ ক্যং এ (রাজগুরু বৌদ্ধ বিহার) কঠিন চীবর দানোৎসব আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। গৌতম বুদ্ধের প্রধান উপাসিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত নিয়মের ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা ও কাপড় দিয়ে তৈরি কঠিন চীবর (রং বস্ত্র) বৌদ্ধ ধর্মীয় গুরুদের হস্তান্তর করা হবে ।

NewsDetails_03

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ফিতা কেটে মোশো: সাংগাইং চীবর বুনন অনুষ্ঠানের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সহধর্মিনী কিকিএ।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, খ্যং ওয়াহ্ ক্যাং বিহার পরিচালনা কমিটির সভাপতি রাজকুমার মং ওয়ে প্রু, সিনিয়র সহ সভাপতি মং ক্য শোয়েনু নেভী, সাধারন সম্পাদক শোয়েনু প্রু রুমু, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মারমা

বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মং ক্য শোয়েনু নেভী বলেন, বান্দরবানের বিভিন্ন গ্রাম থেকে আসা ৩৮ টি দল চীবর বুনছেন ভোর ৫টা থেকে। আগামীকাল ৪টার মধ্যে এ চীবর বুনন শেষ করবেন। পরে এ চীবর নিয়ে সবাই বান্দরবানের মূল সড়ক প্রদক্ষিণ করা শেষে বৌদ্ধ ভিক্ষুদের দান করবেন।

আরও পড়ুন