আওয়ামী লীগের মনোনয়ন পেলেন জহিরুল ইসলাম

লামা পৌরসভা নির্বাচন

purabi burmese market

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন পৌরসভাটির বর্তমান মেয়র জহিরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর ) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে আওয়ামীলীগের দলীয় নেতাদের নিয়ে জেলা আওয়ামী লীগের এক আলোচনা সভায় সর্বসন্মতি ক্রমে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম চৌধুরী, মং ওয়ে প্রু চৌধুরী, মংকৈচিং চৌধুরী, অনিল দাশসহ অনেকে। এসময় আওয়ামীলীগের সহযোগী সংগঠন ও লামা উপজেলার সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এই ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা বলেন, আওয়ামীলীগের ওয়ার্ড, পৌর ও জেলার নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ভোটারদের কাছে গ্রহন যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে, লামায় সর্ব সম্মতিক্রমে জহিরকে আবার মনোননয়ন দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, জেলার লামা পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র মো. জহিরুল ইসলাম ছাড়াও দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, তাঁতী লীগের উপজেলা সভাপতি মো. নাছির উদ্দিন ও হাসিনারা মোস্তফা লাভলী।

dhaka tribune ad2

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ বান্দরবানের লামা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জহিরুল ইসলাম নৌকা প্রতীকে ৬ হাজার ৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী মো. আমির হোসেন ধানের শীষ প্রতীকে ২ হাজার ৮৩৫ভোট পায় ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।