বান্দরবানে ধারনকৃত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ আজ শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।
বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। এবার দেখানো হবে ঢেউ খেলানো পাহাড়-ঝরনা-নদী-সবুজ অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিচিত্র সাংস্কৃতিক ঐতিহ্যে ঘেরা অপরূপা বান্দরবান।

গত ১৬ নভেম্বর বান্দরবান শহরের প্রাণকেন্দ্রে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ ফুট ওপরে পাহাড়ের চূড়ায় অবস্থিত অপরূপ পর্যটন কেন্দ্র নীলাচলে ধারণ করা হয় ‘ইত্যাদি’।
এবারের অনুষ্ঠানের মাধ্যমে অসুস্থতার পর প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন দুই বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান ও এটিএম শামসুজ্জামান।