আদিবাসীদের নিয়ে ধারণ করা ‘পাহাড়িয়া মন’ দর্শক মাতাবে

NewsDetails_01

পাহাড়িয়া মন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছাতা নৃত্য
ঈদের ষষ্ঠ দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে বিটিভি চট্টগ্রামের মন মাতানো অনুষ্ঠান ‘পাহাড়িয়া মন’। অনুষ্ঠানের প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী জানান, নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা। দেশের সর্ববৃহৎ এ জেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠী বসবাস।
আদিবাসীদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান পাহাড়িয়া মন এবার ধারণ করা হয়েছে রাঙ্গামাটিতে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর পরিবেশনা নিয়ে। তাদের নাচ গানের সমন্বয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। গোটা অনুষ্ঠানেই তাদের সংস্কৃতির ছোঁয়া পাওয়া যাবে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছাতা নৃত্য। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ঈদ আয়োজনে সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহায় ‘পাহাড়িয়া মন’ অনুষ্ঠানের তিন পর্ব বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে। ঈদের ৬ষ্ঠ দিন রাত ১০ টার ইংরেজি সংবাদের পর দেখা যাবে অনুষ্ঠানটি। গেল ঈদুল ফিতরেও ব্যতিক্রমধর্মী সব পরিবেশনার কারণে অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা লাভ করে।

আরও পড়ুন