বান্দরবানের আলীকদম সদর ইউনিয়নের উপ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ নাছির উদ্দীন পেয়েছেন ৩ হাজার ৬ শত ৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র্য প্রার্থী মোঃইউনূছ মিয়া পেয়েছিল ২ হাজার ১ শত ৩৯ ভোট। অনানুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃনাছির উদ্দিন বিজয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০১১ সাল থেকে টানা তৃতীয় বারের মত আওয়ামীলীগ তাদের দখলে রাখলেন আলীকদম সদর ইউনিয়ন।
এদিকে ৩নং নয়াপাড়া ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মঞ্জুরাণী চাকমা সূর্যমুখী ফূল প্রতিক পেয়েছেন ৩ শত ২৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কুমুদিনী চাকমা জিরাফ প্রতিক নিয়ে পেয়েছেন ২ শত ২১ ভোট। অনানুষ্ঠানিক ভাবে মঞ্জুরাণী চাকমা বিজয়ী হয়েছেন।