ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নিতে আজ তুরষ্কে যাচ্ছে কারাতে দল

৫ম ইসলামিক সলিডারিটি গেমসে অংশ গ্রহন করতে বাংলাদেশ কারাতে দল আজ রোববার রাত ১১ টায় তুরষ্কের উদ্দ্যেশে দেশ ত্যাগ করবে।

বাংলাদেশ কারাতে ফেডারেশন সূত্রে জানা যায়, ৫ম ইসলামিক সলিডারিটি গেমসের কারাতে ইভেন্টে অংশগ্রহন করতে তুরষ্কে যাচ্ছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর ডেলেগেট ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।

এছাড়া আরো যাচ্ছেন, কারাতে দলের কোচ মোয়াজ্জেম হোসেন সেন্টু, টিম ম্যানেজার ইকবাল হোসেন। কারাতে ক্রিড়াবীদ হিসাবে আলামিন (-৬০) কুমিতে, হুমায়রা অন্তরা (-৬১) কুমিতে, মারজান আক্তার (-৫৫) কুমিতে, নুমে মার্মা (একক কাতা)।

এই ব্যাপারে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা পাহাড়বার্তা’কে বলেন, ৫ম ইসলামিক সলিডারিটি গেমসে যাতে আমরা সাফল্য নিয়ে আসতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।