আজ সকাল ১১ টায় কাপ্তাই নতুনবাজার আনন্দমেলা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কাপ্তাই বাইতুল ইলাহি শাহী জামে মসজিদের খতিব মাওলানা শহীদুল্ল্যা। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ স্হানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ি নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগন মরহুমের জানাজায় অংশ নেন। পরে তাকে তার গ্রামের বাড়ী কুমিল্লার বাইশগাঁও গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক নুর হোসেন মামুন এর পিতার মৃত্যুতে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, নজরুল ইসলাম লাভলু,কবির হোসেন, ঝুলন দত্তসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।