রাঙামাটি জেলার কাপ্তাইয়ে এমপিওভুক্ত হলো ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ।
বুধবার (৬ জুলাই) সরকার দেশের ১১২২টি মাধ্যমিক ও ৬৬৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করণের আদেশ জারী করেন।
বহুল কাঙ্খিত এই এমপিও আদেশে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এর মধ্যে নিম্ন মাধ্যমিক পর্যায়ে (৬ষ্ঠ-৮ম) এমপিওভুক্ত হয়েছেন ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হয়েছেন ২ টি প্রতিষ্ঠান। তার মধ্যে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কে আর সি উচ্চ বিদ্যালয় ( ৬ষ্ঠ-১০ম) এবং রাইখালী ইউনিয়ন এর ডংনালা উচ্চ বিদ্যালয় (৯ম-১০ম)।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, আমি নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য অংশীজনদেরকে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে আরো আন্তরিক হওয়ার আহবান জানাচ্ছি। এই এমপিও আদেশের ফলে এসডিজি ৪ অর্জনের পথে তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ।
এদিকে মুঠোফোন জানতে চাওয়া হলে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কে আর সি স্কুল পরিচালনা কমিটির সভাপতি মফিজুল হক জানান, আমি আজ অত্যন্ত খুশি। কে আর সি স্কুল সহ কাপ্তাইয়ে এবার ৩ টি স্কুল এমপিও ভুক্ত হয়েছে।