রাঙামাটির কাপ্তাই উপজেলায় ট্রাক উল্টে দু’জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. কবির (৩২) ও মো. জাহাঙ্গীর ৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে বালি ভর্তি একটি ট্রাক কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় চালক গাড়ি ছেড়ে জানালা দিয়ে পালিয়ে গেলে ট্রাকটি উল্টে যায়। ট্রাকের উপর থাকা দুই শ্রমিক মো. কবির ও মো. জাহাঙ্গীর ঘটনাস্থলে মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয় চন্দ্রঘোনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই উপজেলা থানার কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল জানায়, এখনো নিহতদের পারিবারিক পরিচয় পাওয়া যায়নি। তাদের মূল পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আপাততঃ ময়না তদন্তের জন্য লাশগুলো রাঙ্গামাটি মর্গে প্রেরণ করা হয়েছে।