কাপ্তাইয়ে পিডিবি উচ্চ বিদ্যালয়ে সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা

NewsDetails_01

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা, উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠান আজ সোমবার রাঙামাটির কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস কাপ্তাই এর আয়োজনে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী শফি উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোহাম্মদ হারুন।
তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মেদ চৌধুরী, কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরুল আলম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমরুল হাসান, কাপ্তাই জলবিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি তাজুল ইসলাম ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, ব্যাপক অভিজ্ঞতা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। শিক্ষক ও শিক্ষিকাদের নেতৃত্বে তাদের বেশি থেকে বেশি অভিজ্ঞতা অর্জনে সহযোগিতা প্রদান করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে, এ দেশের অর্থনৈতিক সহ যাবতীয় ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। তাই তাদের সেভাবে গড়ে তুলতে হবে। এর আগে তথ্য অফিসের শিল্পিদের পরিবেশনায় উদ্বদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।।

আরও পড়ুন