রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ টি মামলায় ৬৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (৪ মে) দুপুর ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান কাপ্তাই উপজেলার নতুনবাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনের ২০১০ এর ৪ ধারায় ফার্মেসিতে পশু খাদ্য বিক্রির অপরাধে নতুনবাজার শ্যামা ফার্মেসি’কে-৩ হাজার এবং মুনমুন মেডিকেল হল’কে -৩ হাজার করে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং ২ টি মামলা দায়ের করা হয়। এইছাড়া মাস্কবিহীন চলাচলের অপরাধে ৫ জন পথচারীকে ৮০০ টাকা জরিমানা এবং ৫ টি মামলা দায়ের করা হয়।
কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপার সিরাজুল ইসলাম এবং কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্যরা এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।