একজন সংস্কৃতিমনা মানুষ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সহ শিক্ষা কার্যক্রম হিসাবে ছাত্র ছাত্রীরা সংস্কৃতি চর্চা করলে তাদের মননশীলতার পরিবর্তন ঘটে।
আজ শনিবার রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ধ্রুব সাংস্কৃতিক পরিষদের অর্ন্তভুক্তি সংগঠন কাপ্তাই সাংস্কৃতিক একাডেমীর সংগীত পরীক্ষায় উর্ত্তীন ছাত্র ছাত্রীদের সনদপত্র বিতরন অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
কাপ্তাই সাংস্কৃতিক একাডেমীর প্রধান উপদেষ্টা খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং আবৃত্তি শিল্পী খোদেজা আক্তার ভাষার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে বলেন, সংস্কৃতি হচ্ছে এমন একটা মাধ্যম যা মানুষের মনকে অন্ধকার হতে আলোর পানে ধাবিত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক চট্রগ্রাম একাডেমীর পরিচালক আমিনুর রশীদ কাদেরী, প্রকৃতি বিষয়ক লেখক মুশফিকুর রহমান, কাপ্তাই বিদুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশফাকুর মুজিব, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ফনীন্দ লাল ত্রিপুরা,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন এবং কাপ্তাই সাংস্কৃতিক একাডেমীর অধ্যক্ষ রাজেস সাহা।
এর আগে বেতার শিল্পী রওশন শরীফ তানি এবং অর্নব মল্লিকের পরিচালনায় একাডেমীর শিক্ষক বিপুল বড়ুয়া, প্রদীপ মল্লিক, কনক বড়ুয়া, জ্যাকলিন তংচংগ্যা, রওশন শরীফ তানি,বসুদেব মল্লিক ও স্বরাজ সাহার কন্ঠে একক গান এবং নৃত্য প্রশিক্ষক সংগীতা দত্ত এনির পরিচালনায় একাডেমীর শিক্ষার্থীদের নৃত্যানুষ্টান উপভোগ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যন্ত্র সংগীতে সহায়তা করেন অন্তু দেবনাথ, অর্নব মল্লিক, অভিজিত দাশ, কাননজয় দে, টিটু ধর পুলক।