কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করলেন ইউএনও রুহুল আমীন

NewsDetails_01

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করছেন ইউএনও রুহুল আমীন
দূর্নীতি দমন কমিশনের (দুদক) এর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রেতা বিহীন সততা স্টোর কার্যক্রম চালুর অংশ হিসাবে আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলার কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হলো সততা স্টোর।
সততা স্টোরের বৈশিষ্ট হলো বিক্রেতা বিহীন এই স্টোরে নির্ধারিত পণ্যের মূল্য তালিকা থাকবে, শিক্ষার্থীরা নির্দিষ্ট ক্যাশ বাক্সে টাকা রেখে পণ্য কিনবে। মূলত শিক্ষার্থীদের মধ্যে সততা, দেশপ্রেম জাগ্রত করার জন্য সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের এই কার্যক্রম। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করেন। কাপ্তাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এর সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, দূর্নীতি প্রতিরোধ কমিটি কাপ্তাই উপজেলার সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, প্রতিরোধ কমিটির সম্পাদক বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু। উদ্বোধনি অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন