কাপ্তাই লেকে নিখোঁজ সাবেক ইউপি সদস্য অমর চাকমা

NewsDetails_01

রাঙামাটির জেলার কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের দূর্গম ১ নং ওয়ার্ডের ভাইবোনছড়া এলাকায় নৌকা থেকে কাপ্তাই লেকে পড়ে ঐ এলাকার সাবেক ইউপি সদস্য অমর চাকমা (৫৫) নিখোঁজ রয়েছেন।

আজ রবিবার(১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।

NewsDetails_03

তিনি জানান, আজ (রবিবার) সন্ধ্যায় আমি খবরটি পাওয়ার পর কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। যেহেতু এলাকাটি অনেক দূর্গম তাই আগামীকাল সোমবার ভোর ৫ টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঐ এলাকায় গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান করবে।

১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদল চাকমা জানান, নিখোঁজের পর এলাকাবাসী পানিতে তল্লাশি চালিয়ে ঐ ব্যক্তির কোন সন্ধান পায়নি।

আরও পড়ুন