জেলা বিএনপির সূত্রে জানা গেছে, এই সময় বান্দরবান জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মাম্যাচিং, সাধারন সম্পাদক মো: জাবেদ রেজা, বিএনপির সিনিয়র সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ওসমান গণি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক চনু মং মার্মা, জেলা ছাত্রদলের সভাপতি জুয়েল, যুব দলের যুগ্ন আহবায়ক সেলিম রেজা,আবিদুর রহমান আবিদ, জেলা যুব দলের যুগ্ন আহবায়ক হারুনর রশিদ, শিমুল দাশ, সদস্য সচিব শাহাদাৎ হোসেন, জেলা মহিলা দলের যুগ্ন আহবায়ক আয়শা বেগম উপস্থিত ছিলেন।
এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলন সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করতে পারে সেজন্য নতুন নেতৃত্ব তৈরীর করতে হবে। এসময় তিনি নতুন কমিটিকে অভিনন্দন জানান।
প্রসঙ্গত,গত বুধবার বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী,কেন্দ্রিয় স্থায়ি কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির স্থায়ি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন বান্দরবান জেলা বিএনপির নেতারা।