খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে পার্বত্য জেলা পরিষদের চারা ও সবজি বীজ বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে চারা ও সবজি বীজ বিতরণ করেছে।

আজ শনিবার (২১ জুন) দুপুরে জেলা শহরের রেড ক্রিসেন্ট ইউনিট ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসব চারা ও বীজ তুলে দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

NewsDetails_03

এ সময় পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাছিরুল আলম এবং যুব রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার জন্য পার্বত্য জেলা পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন