খাগড়াছড়িতে ‘বিএফএফ-সমকাল’ বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

প্রতি বছরের ন্যায় এবারও খাগড়াছড়িতে ৮টি স্কুলের অংশগ্রহণে নতুন কুঁড়ি ক্যান্ট: হাই স্কুল মিলনায়তনে বসে জমজমাট বিতর্কের আসর। বিএফএফ- সমকাল যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রতিযোগী বিতার্কিকদের সাথে জড়ো হন আগ্রহী শিক্ষার্থী এবং শিক্ষকরাও।

NewsDetails_03

এতে মডারেটর ও বিচারকের দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম, মাটিরাঙা গোমতী বি কে হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, খাগড়াছড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আনসারী এবং সাংবাদিক চিংমেপ্রু মারমা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী। অংশগ্রহণকারী স্কুলগুলোর মধ্যে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাইস্কুল, নতুনকুঁড়ি ক্যান্ট: হাই স্কুল, বায়তুশ শরফ মাদ্রাসা, টিউফা আইডিয়াল হাই স্কুল, ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এবং এপিবিএন উচ্চ বিদ্যালয় অন্যতম।

আরও পড়ুন