খাগড়াছড়ির শ্রেষ্ঠ ওসি মিজানুর রহমান
খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রামগড় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। অস্ত্র, মাদক, তদন্ত, গ্রেপ্তারি পরোয়ানা সহ চলতি বছরের নভেম্বরের মূল্যায়ন করা হয় তাকে। এতে অভিন্ন মানদন্ডের আলোকে জেলায় পুলিশের ভালো কাজ ও কর্মদক্ষতা বিবেচনা করা হয়।
গত রবিবার সকাল ১০ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক প্রশাসনিক ও অপরাধ দমন সভায় নভেম্বর মাসের কাজের স্বীকৃতি স্বরূপ তার হাতে সার্টিফিকেট তুলে দেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো.নাইমুল হক (পিপিএম)।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, পুলিশ জনগণের সেবক। আমিও জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আর এই বিষয়টি মাথায় রেখে আমি আমার দায়িত্বটুকু যথাযথ পালনের চেষ্টা করি।