খাগড়াছড়িতে আওয়ামী লীগের আনন্দ মিছিল

খাগড়াছড়িতে আওয়ামী লীগের আনন্দ মিছিল
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর খাগড়াছড়িতে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। আজ বুধবার রায় ঘোষণার পর খাগড়াছড়ি সদরের কদমতলীর অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনির হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি টিকো চাকমাসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মামলা নিষ্পত্তি ও রায়ে সন্তুষ্টি জানিয়ে হুকুমদাতা তারেক জিয়ার যাবজ্জীবন বাতিল করে মৃত্যুদণ্ড প্রদান, পলাতক আসামীদের গ্রেপ্তার ও দ্রুত রায় কার্যকরের দাবি জানান নেতাকর্মীরা।

আরও পড়ুন