খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের ট্রিং উৎসব

purabi burmese market

খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের ১৪৩১ ত্রিপুরাব্দ বর্ষপুঞ্জির প্রথম দিন তালহিং বা ট্রি উৎসব উদযাপিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ট্রিং উৎসব শুরু হয়। স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় একুশে পদক প্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সুধাকর ত্রিপুরা অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন।

প্রদীপ প্রজ্জ্বলন শেষে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্য্যবাহী গড়য়া নৃত্যসহ সাংস্কৃতিক সন্ধ্যা ছিল উৎসবকে ঘিরে।

আয়োজকরা জানান, ৫৯০ খ্রিষ্টাব্দের ২২ ডিসেম্বর ত্রিপুরা রাজা হামতরাপা ত্রিপুরা বর্ষপুঞ্জির প্রথম দিন হিসেবে উদযাপন করেন। এরপর থেকে বাংলাদেশ সহ বিশে^র বিভিন্ন দেশে বসবাস করা ত্রিপুরা সম্প্রদায় এ দিনকে তালহিং বা ট্রিং উৎসব হিসেবে পালন করে আসছেন।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।