খাগড়াছড়ির দূর্গম লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়িতে পাহাড় ধসে ২জন নিহত ও ৭জন আহত হয়েছে। বুধবার সকালে স্থানীয়রা নিহতদের লাশ উদ্ধার করে। এঘটনায় আরও ৭জন আহত হয়ে ল²ীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহতরা হলেন, বর্মাছড়ির ফত্যাছড়া পাড়ার প্রাণকৃত্য চাকমার ছেলে পরিমল চাকমা(৩০) ও হলুদ্যা পাড়া বড়ইতলী এলাকার পতুল্যা চাকমার স্ত্রী কালেন্দ্রী চাকমা(৪৫)। আহতরা হলেন, বর্মাছড়ির জয়প্রতীমা পাড়ার রজ মালা চাকমা, পার্কি চাকমা, তুষি চাকমা, ধনঞ্জয় চাকমা, তিতুর বালা চাকমা, সাবিত্রী চাকমা ও এতিন চাকমা।
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবাল জানান, মঙ্গলবারের প্রবল বর্ষণের সময় বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে পাহাড় চাপা পড়ে একজন ও বাড়ির উপর পাহাড় ধসে পড়ে আরও একজন নিহত ও ৭জন আহত হয়েছে। নিহত ও আহতদের তালিকা তৈরী করে ক্ষতিপূরণে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।