খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, আহত শান্তিময় চাকমার বুকে ও কোমরসহ শরীরের তিন জায়গায় গুলির চিহ্ন রয়েছে। সে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হরথপাড়ার বাসিন্দা চিন্তা ভূষণ চাকমার ছেলে।
এদিকে, এঘটনার জন্য নবগঠিত ইউপিডিএফ বর্মা গ্রুপকে দায়ী করে দোষীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদরের স্বণির্ভর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ইউপিডিএফ প্রসিত পন্থীরা। চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
তবে ইউপিডিএফ গণতান্ত্রিকের আহবায়ক তপন কান্তি চাকমা ওরফে বর্মা এ ঘটনাকে ইউপিডিএফ’র প্রসীত গ্রুপের অভ্যন্তরীন কোন্দলকে দায়ী করেছে।