খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

purabi burmese market

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে সোনা ধন চাকমা (৩৮) নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকালে মাটিরাঙ্গার সাপমারার অচাই কার্বারীপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা জানান, স্বরস্বতী পূজা উদযাপনে অচাই কার্বারীপাড়ায় সাংগঠনিক কাজে যায় সোনা ধন চাকমা। এ সময় রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম.এম সালাহউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।