এবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ছবি অবমাননার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতরাতে জেলার দীঘিনালার মেরুং বাজারের চৌরাস্তার মোড়ে দুর্বৃত্তরা ছবি ছিড়ে ফেলে।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দেয়। এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।
দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. কাশেম জানান, জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী শক্তিই এ কাজ করতে পারে। পুলিশকে অভিযোগ দেয়া হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম দেব জানান, পুলিশ দুর্বৃত্তদের শনাক্তে মাঠে কাজ করছে। অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।