হরতালে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ বাসগুলো ভোরে পুলিশ প্রহরায় শহরের প্রবেশ করে। শহর কেন্দ্রিক যানবাহন চলাচল বন্ধ থাকায় দূর্ভোগে পড়েছেন স্কুল-কলেজ ও অফিসগামীরা। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়ন রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান।
গতকাল শনিবার খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে হরতালের ডাক দেয় বৃহত্তর পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও পার্বত্য অধিকার ফোরামের নেতৃবৃন্দ।